ভোলার মনপুরায় শুক্রবার বিএনপি আয়োজিত ইফতার পার্টির আয়োজন বাতিল করা হয়েছে। দলীয় ইফতার আয়োজন বন্ধ করে দিয়ে ঢাকায় ফিরে গেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি নাজিম উদ্দিন আলম। ছাত্রলীগের তোপের মুখে ইফতার আয়োজন বাতিল করতে বাধ্য হন বলে বিএনপি নেতারা দাবি করেছেন। বৃহস্পতিবার চরফ্যাশনে ছাত্রলীগের বাঁধার মুখে ইফতার পার্টি সম্পন্ন হতে পারেনি। ওই দিন ২ হাজার নেতাকর্মীর জন্য ইফতারের আয়োজন ছিল বলে জানান উপজেলা বিএনপির সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া। চরফ্যাশন ও মনপুরায় দলীয় ইফাতর পার্টি করার জন্য বুধবার এলাকায় আসেন সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। এলাকায় এসে তিনি শশিভুষনসহ পৌর এলাকার ৩টি স্থানে নেতা কর্মীর কবর জিয়ারত করে রাতে বাসায় অবস্থান করেন। ওই রাতে তার বাস ভবনে হামলা ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর, ৩টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করেন ছাত্রলীগের একটি গ্রুপ। বৃহস্পতিবার বিএনপির ইফতার ছিল শরীফ পাড়া নাজিম উদ্দিন আলমের বাস ভবন চত্বরে। অপর দিকে ছাত্রলীগ কাছাকাছি এলাকায় প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সম্পর্কে কটুক্তি করার অভিযোগে নাজিম উদ্দিন আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ নেতারা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধ্য হয়েই ইফতার আয়োজন বাতিল করে বিএনপি বলে জানান দলীয় সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া। একই সঙ্গে মনপুরার ইফতার পার্টির আয়োজনও বাতিল করা হয়। এদিকে নাজিম উদ্দিন আলম জানান তিনি বন ও পরিবেশ উপমন্ত্রী সম্পর্কে কোনো কটুক্তি করেননি। অমিতাভ অপু/এমজেড/পিআর