হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্যোগে শায়েস্তাগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর উচ্চবিদ্যালয় ও ব্রাহ্মণডুরা ইউনিয়নের মোজাহের উচ্চবিদ্যালয়ের ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টেকনেট ইন্ডাস্ট্রি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার এইচএম মঞ্জুরুল হক, সিনিয়র ম্যানেজার প্রাণ-অ্যাডমিন এহসানুল হাবিব, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মুক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আদিল হোসেন জজ, ইউপি মেম্বার মো. আছকির মিয়া, নুরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান, মোজাহের উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সহকারী প্রশাসন মিঠুন দাশ ও প্রশাসনিক কর্মকর্তা তাহমিদুল হক সুমন প্রমুখ।
প্রসঙ্গত, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতি মাসে নুরপুর ও মোজাহের উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।
কামরুজ্জামান আল রিয়াদ/এএম/এমএস