রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক মানসিক রোগী ছিল বলে জানা গেছে।
ঘটনায় জড়িত সন্দেহে ঘাতক বাসসহ (ঢাকা মেট্রো-ব-১৪৬৮২৫) চালক মো. মনির হোসেন ও হেলপার মো. রাজিবকে আটক করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ।
আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের এএসআই ফিরোজ আহম্মেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এফএ/এমএস