দেশজুড়ে

মুন্সীগঞ্জে মস্তকবিহীন মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের শিলই গ্রামে এক অজ্ঞাত যুবকের (২২) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে মৃতের শরীর থেকে মুখমণ্ডল বিচ্ছিন্ন আছে, এখনও মস্তিস্ক পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নবী হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মস্তকহীন মরদেহ উদ্ধার করে। বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শুক্রবার মধ্যরাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় এই অজ্ঞাত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। পরিত্যক্ত জায়গা থেকে এই মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস