নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াবা ব্যাবসায়ী মোজাম্মেল হককে (৩৫) ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার রাত ৮টার দিকে নিজ বাড়ি জয়পাশা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো. নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।
এমন খবরের ভিত্তিতে রোববার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়।
কামাল হোসাইন/এএম/আরআইপি