দেশজুড়ে

ডিমলায় ২ ক্রিকেট জুয়াড়ির কারাদণ্ড

নীলফামারীর ডিমলায় দুই ক্রিকেট জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজমুন নাহার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের হরেন চন্দ্র রায়ের ছেলে হৃদয় চন্দ্র রায় (৩০) ও ঠাকুরগাঁওয়ের হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফারুক ইসলাম (২৭)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাসস্ট্যান্ডের হৃদয় কনফেকশনারিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৮ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, টেলিভিশন, একাধিক জুয়াড়ির নাম ও টাকার পরিমাণের হিসাব সম্বলিত খাতা জব্দ করা হয়।

রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হৃদয় চন্দ্র রায়কে ১৫ দিন এবং ফারুক ইসলামকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সাজাপ্রাপ্ত ক্রিকেট জুয়াড়িদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।

জাহেদুল ইসলাম/এফএ/আইআই