গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মিজান (২২) নামে একজন নিহত হয়েছেন। রোববার ভোরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান নেত্রকোনা সদরের দুগিয়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে ও ট্রাকের হেলপার।
মাওনা হাইওয়ে থানার এসআই সুজন কুমার পন্ডিত স্থানীয়দের বরাত দিয়ে জানান, চালকের পাশের আসনে বসে মিজান ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তাদের ট্রাকটি বানিয়ারচালা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হরিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনে বাম পাশের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। এসময় চালক ট্রাক থেকে বেরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিলে মরদেহ উদ্ধার করে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস