দিঘাপতিয়া উত্তরা গণভবনের পাশের কলেজপাড়া থেকে বাশির উদ্দিন (৪০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে এক নারী গণভবনরে পাশ দিয়ে যাওয়ার সময় পুকুরের পানিতে পা ভাসতে দেখে চিৎকার করে। এতে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাশির উদ্দিনের মরদেহ উদ্ধার করে।নিহতের বড় ভাই রুহুল আমিন জানান, বাশির সকাল ৭টার দিকে শহরের ফুলবাগান এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে বাড়ির অদূরে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে বাশির উদ্দিনের মরদেহ শনাক্ত করেন।নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসএস/পিআর