শেরপুরের নালিতাবাড়ী টাউনে রিকশার যত্রতত্র ছড়াছড়ি ও বেশি ভাড়া এবং বাড়তি চাপ কমাতে অটোবাইক সার্ভিস চালু হয়েছে। এ সময় পাঁচ টাকা ভাড়া দিয়ে অটোতে চড়েন শেরপুরের মেয়র আবু বক্কর সিদ্দিক।
গতকাল রোববার দুপুরে পৌরসভা কার্যালয়ে শহরে অটোবাইক সার্ভিসের উদ্বোধন করেন মেয়র আবু বক্কর সিদ্দিক। এ সার্ভিসটি চালু হওয়ার পৌরবাসীর মনে ব্যাপক সাড়া ফেলেছে। শহরের যে কোনো স্থানে যেতে এ অটোবাইক সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।
মেয়র কার্যালয় সূত্র জানায়, শহরের যে কোনো প্রান্তে পাঁচ টাকা ভাড়া দিয়ে যাত্রীগণ যেতে পারবেন। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন অটোবাইক সার্ভিসের নেতৃবৃন্দ।
নালিতাবাড়ী অটোবাইক সার্ভিসের আহ্বায়ক তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, একেএম শামসুদ্দিন চঞ্চল, অটোবাইক সার্ভিসের আহ্বায়ক আনিসুর রহমান ও রাকিব প্রমুখ।
এএম/জেআইএম