দেশজুড়ে

উত্তরের তিন জেলায় ‘ইয়ুথস ফর দ্য নেশন’র কম্বল বিতরণ

দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে শীতের আগমন বেশ আগেই হয়েছে। শীত জেকে বসেছে এই জেলায়। কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যা এইবারের শীতের দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে।

শীতে আক্রান্ত এসব অসহায় মানুষদের শীতবস্ত্র কেনার অর্থ নেই। এছাড়া শীতে নানা ধরনের রোগের আগমন বাধিয়েছে নানা বিপত্তি। অসহায় মানুষদের শীতের উঞ্চতা দিতে টিম ‘ইয়ুথস ফর দ্য নেশন’ গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ী চরে ২৩০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

এদিকে আজ বুধবার লালমনিরহাট ও নীলফামারী জেলায় ২২০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় ইয়ুথস ফর দ্য নেশনের পক্ষে উপস্থিত ছিলেন ডা. নাজমুল, ডা. আশেকা আক্তার, ডা. খালেদ, জাকির হোসেন মানিক, যুবায়ের সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইয়ুথস ফর দ্য নেশনের পক্ষে ডা. নাজমুল হোসাইন জানান, আমাদের টিম বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য অবস্থান করছে।

এমএএস/আরআইপি