দেশজুড়ে

রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী নগরীর বেশ কয়েকটি খাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ ৫০ হাজার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী আঞ্চলিক অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসটিআই এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের অভিযোগে মেসার্স শাহী লাচ্ছা সেমাই ফ্যাক্টরিকে এক লাখ টাকা, মেসার্স আহার ফুড ইন্ডাস্ট্রিজকে ৩০ হাজার, মেসার্স ইউসুফ ফুড প্রোডাক্টসকে ২০ হাজার, চানাচুর পণ্যের লাইসেন্স গ্রহণ না করে উৎপাদনে নামায় মেসার্স ইউসুফ ফুড ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার ও মেসার্স তৃপ্তি বেকারিকে ২০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়াও বিপুল পরিমাণে লাচ্ছা সেমাই ও চানাচুর তৈরির উপকরণ ধ্বংস করা হয়। অভিযানে বিএসটিআই রাজশাহী ফিল্ডের অফিসার গোবিন্দ কুমার ঘোষসহ র্যাব-৫ ও রাজশাহীর সদস্যরা উপস্থিত ছিলেন। শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই