অতিবৃষ্টির কারণে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে আবাসিক এলাকায় রাস্তা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার রাজৈর উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবারের বৃষ্টিতে পানি ঢুকে পড়েছে। এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টির পানির চাপে টেকেরহাট-রাজৈর সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, টেকেরহাট বন্দরের আবাসিক এলাকায় প্রত্যয় কোচিং সেন্টার থেকে কালিবাড়ি ও ইউএস মডেল হাসপাতাল, ডা. হাসু নন্দীর বাড়ির পাশে খাল পর্যন্ত বসত বাড়িগুলোতে প্রায় দেড়ফুট থেকে ২ ফুট পর্যন্ত পানি উঠে গেছে। অনেকের বসত ঘরের ভেতর পানি প্রবেশ করেছে। অনেকের ঘরের আসবাবপত্র ফ্রিজ আলমিরাসহ আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এসব এলাকার হাসপাতাল ফিজিওথেরাপি সেন্টারসহ বিভিন্ন এনজিও অফিস রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। এ ব্যাপারে টেকেরহাট বাজারের অনেক বাসিন্দরাই মনে করেন, ইতোপূর্বে অপরিকল্পিতভাবে পুকুর ও ডোবা ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করায় এ দশা হয়েছে। এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যাবস্থা রাখা হয় নাই। তাই ওই সকল স্থানে পানির চাপ বেড়ে গেছে। এতে করে বুধবার রাতে অতিবৃষ্টির কারণে টেকেরহাট-রাজৈর সড়কের গুরুত্বপূর্ণ স্থান ভেঙে গেছে। ফলে এলাকার হাজারো মানুষ চরম বিপাকে পড়ে। অপরদিকে, সড়ক ভেঙে যাওয়ার খবর পেয়ে রাজৈর পৌরসভার মেয়র শামীম নেওয়াজ মুন্সী ও কাউন্সিলর বাবল বেগ ঘটনাস্থল পদির্শন করেন। অতি দ্রুত রাস্তা মেরামতসহ পানি নিষ্কাশনে জরুরি পদক্ষেপ গ্রহণের কথা বলেন তারা।এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস