দেশজুড়ে

সৈয়দ শামসুল হকের জন্মদিনে কবির শেষ বই

কুড়িগ্রামে দিনব্যাপী নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। বুধবার সকালে দিবসের শুরুতে সর্বস্তরের মানুষ কবির সমাধীস্থলে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এরপর একটি আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে সৈয়দ শামসুল হক মেলা উদ্বোধন ও লেখকের বিভিন্ন বই নিয়ে প্রদর্শনীর স্টল উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এসময় কবিপত্নী আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

এছাড়াও মৃত্যুর সন্ধিক্ষণে অসুস্থ কবির শেষ অনুকথাগুলো নিয়ে লেখা ‘উৎকট তন্দ্রার নীচে’কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী ২শ তম প্রকাশনাটি উৎসর্গ করা হয় কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকনকে।

দুপুরে আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চক্রবর্তী, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, কবি পত্নী আনোয়ারা সৈয়দ হক ও সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলামসহ প্রমুখ।

পরে জেলার সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ৫টি ক্যাটাগরিতে ১৫ জন ব্যক্তিকে গুণীজন সম্মাননা হিসেবে ম্যাডেল, সার্টিফিকেট ও ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নাজমুল হোসেন/এফএ/আরআইপি