নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কলেজের বিজ্ঞান গবেষণাগারের রাসায়নিক যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীর নিলামকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে শিক্ষকদের ধারণা।
বুধবার দুপুরে শহরের সাতপাই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ কলেজে ছিলেন না। তিনি একটি নিয়োগ পরীক্ষার ভাইভা নিতে কেন্দুয়ায় ছিলেন।
কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি কলেজের বিজ্ঞান গবেষণাগারের রাসায়নিক দ্রব্যাদি ও যন্ত্রপাতি নিলাম দেয়ার জন্য প্রস্তুতি চলছিল। এ নিয়ে মাস খানেক আগে কলেজের রসায়ন বিভাগের প্রধান আব্দুল কাদের ফকিরকে আহ্বায়ক করা হয়। আর বিজ্ঞানের অন্য বিভাগগুলোর প্রধানকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।
নিলামে সামগ্রী বিক্রি ও কমিটি গঠনের খবর পেয়ে দু’দিন পর অজ্ঞাত তিন চার যুবক দুপুর বেলায় অধ্যক্ষের কক্ষে আসেন। পরে তারা এ মালামালগুলো নিলাম ছাড়া কিনতে অধ্যক্ষকে প্রস্তাব দেন।
কিন্তু অধ্যক্ষ এ বিষয় নিয়ে কমিটি সিদ্ধান্ত দেবে বলে জানালে ওই যুবকরা চলে যায়। বুধবার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত দুই যুবক কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষের সামনে গন্ডগোল শুরু করে।
একপর্যায়ে ওই যুবকরা দ্বিতীয় তলায় ওই কক্ষে হামলা চালিয়ে বেশ কিছু চেয়ার তছনছ করে। হামলাকারীরা ইট-পাটকেল ছুড়ে কক্ষের সামনে তিনটি কাচের জানালা ভেঙে ফেলে।
এ সময় বেশ কয়েকজন শিক্ষক চলে এলে ওই দুর্বৃত্তরা চলে যায়। এ নিয়ে কলেজের শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে জরুরি সভা ডেকেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমি একটি নিয়োগ পরীক্ষা নিতে বাইরে ছিলাম। হামলার বিষয়টি উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের কাছে শুনেছি। ধারণা করা হচ্ছে নিলামকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার জরুরি সভা ডাকা হয়েছে।
নেত্রকোনা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার জানান, শুনেছি কলেজের ল্যাবরেটরির মালামাল সংক্রান্ত দরপত্র কেনাকে কেন্দ্র কয়েকজন বখাটে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কামাল হোসাইন/এএম/এমএস