দেশজুড়ে

হাতিয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় স্থানীয় এমপি আয়েশা ফেরদৌসের বাসভবনের সামনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার তালিকাভুক্ত তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রবীন্দ্র বাহিনীর প্রধান রবীন্দ্র, ছানাউল্ল্যাহ ওরফে ছানু ডাকাত ও আরিফ।

গ্রেফতারের পর স্থানীয় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে উপজেলা শহর ওছখালীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এর পরপরই স্থানীয় এমপি আয়েশা ফেরদৌসের সমর্থকরা গ্রেফতার সন্ত্রাসীদের মুক্তির দাবিতে মিছিল বের করে।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দীন আহমেদ বিক্ষোভ সমাবেশ শেষে বাসভবনে ফেরার পথে সাংসদ সমর্থকরা তার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। পরে তিনি গাড়ি রেখে চলে গেলে প্রতিপক্ষরা গাড়িটি পুড়িয়ে দেয়। এসময় পৌরসভার ছাত্রলীগ নেতা মো. শরীফ উদ্দীন ও আমজাদ উদ্দীন গুলিবিদ্ধ ও পুলিশসহ ১০ জন আহত হন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জাগো নিউজকে জানান, হাসপাতালে গুলিবিদ্ধ একজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

মিজানুর রহমান/এফএ/আরআইপি