ক্যাম্পাস

কারমাইকেল কলেজের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

রংপুর কারমাইকেল কলেজের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক শিবির নেতা অধ্যাপক আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার দুপুরে শহরের মুলাটোল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোক্তারুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাবেক শিবির নেতা কালামকে গ্রেফতার করে। ওসি আরো জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের দু’টি মামলায় তিনি জামিনে থাকলেও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গত ১১ জুলাই পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।এসএস/এমআরআই