রাজধানীর তেজগাঁও এলাকায় বিএফ শাহিন কলেজের সামনে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মো. রমজান আলী (৫০) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উত্তরা হাই স্কুল ও কলেজের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।নিহতের প্রতিষ্ঠানের সহকারী আবু মূসা জানান, রমজান আলী অগ্রণী ব্যাংকের তেজগাঁও শাখা থেকে টাকা উত্তোলনের জন্য বিএফ শাহিন কলেজের সামনের রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি।জানা যায়, আহত অবস্থায় কাফরুল থানার এসআই মাজহারুল ইসলাম উদ্ধার করে প্রথমে মহাখালি আয়েশা ম্যামোরিয়াল হাসপাতাল এবং পরবর্তীতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবণতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে মারা যান তিনি।জেইউ/এইচ/আরএস/আরআইপি