দুস্থ অসহায় সাংবাদিক হিসেবে চট্টগ্রামে ১৫ জন সাংবাদিক প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন। প্রয়াত, অসুস্থ, অসচ্ছল, অসহায় এবং বেকার সাংবাদিক হিসেবে সারাদেশ থেকে সর্বমোট ১৭৭ জন সাংবাদিককে সোয়া কোটি টাকার অনুদান দেয়া হচ্ছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সুপারিশে এই তালিকায় চট্টগ্রামের সাংবাদিক রয়েছেন ১৫ জন। ১৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুদানের অর্থ সাংবাদিকদের হাতে তুলে দেবেন বলে জানা গেছে।ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সুপারিশে চট্টগ্রাম থেকে অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, রনজিত কুমার দে, প্রভাত বড়ুয়া, অর্পণা খাস্তগীর, নূর মোহাম্মদ রফিক, ছেনোয়ারা বেগম, সুভাষ কারণ, সাইদুল আজাদ, মো. হাসান ফারুকী, রোকসারুল ইসলাম, মোহাম্মদ আলী পাশা, পারভেজ ফারুকী, এম নাসিরুল হক, বশির আহমেদ, সাজ্জাদ হোসেন ও সান্টু কুমার দাস।অনুদানের তালিকায় অন্তর্ভুক্তরা সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পাচ্ছেন। এর মধ্যে কয়েকজন এক লাখ এবং দেড় লাখ টাকা করেও পাচ্ছেন। এমএএস/এমআরআই