ক্যাম্পাস

রাবিতে শীতকালীন ছুটি শুরু ৭ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৭ জানুয়ারি (রোববার) থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৭ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগসমূহ যথারীতি খোলা থাকবে।

১৯ ও ২০ জানুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় ক্লাস শুরু হবে ২১ জানুয়ারি।

রাশেদ রিন্টু/আরএআর/জেআইএম