দেশজুড়ে

মুন্সীগঞ্জে সংঘর্ষ : ৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০০ জনকে আসামি করে মামলা করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতার চার আসামির রিমান্ড চেয়ে আদালতে পাঠালে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তারা হলেন- মৃত আলী মিয়ার ছেলে মো. আহাদ উল্লাহ (৫০), হাজী মো. শহীদুল্লাহ ছেলে আয়নাল হক (৩০), মো. শাহজাহান শেখের ছেলে মো. আল-আমিন শেখ (২৫) ও নাসির খানের ছেলে রিফাত হোসেন খাঁন (১৮)।

এদিকে, হামলার ঘটনার বিভিন্ন চিত্র প্রকাশ পায়। এরই সূত্র ধরে রিফাত হোসেন খানকে গ্রেফতার করে পুলিশ। রিফাত হোসেন আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দেয় এবং বিভিন্ন সংবাদে প্রকাশিত অস্ত্রটি রিফাতের বলে স্বীকার করে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের ওসি (অপারেশন) জাহাঙ্গীর হোসেন জানান, মোল্লাকান্দির ঘটনায় ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

ইতোমধ্যে চাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। তাদের চারজনকে রিমান্ডে আনা হয়েছে। আশাকরা যায়, তাদের কাছ থেকে অনেক তথ্য আদায় করা সম্ভব হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও সাবেক ইউপি চেয়ারম্যান সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাতজন গুলিবিদ্ধ হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম