শীতের তীব্রতা যতই বাড়ছে ততই বাড়ছে ফুটপাতের গরম কাপড় বিক্রির তোড়জোড়। নিম্নবিত্তের মানুষরা রাস্তার পাশের ফুটপাতের দোকানে তাদের পছন্দের গরমের পোশাক কিনতে ছুটছেন।
সন্ধ্যা ও রাতে উত্তরের হিমেল হাওয়ায় সাতক্ষীরায় শীতের তীব্রতা বেড়েছে। ফলে বিভিন্ন স্থানে শীতের পোশাকের দোকানগুলোতে ভিড় বেড়েছে। মানুষ নিজেদের চাহিদামতো পোশাক কিনছেন। বিক্রেতার হাঁকডাক আর ক্রেতাদের সমাগমে শীতের পোশাকের বাজার গরম হয়ে উঠছে।
সাতক্ষীরা সদরের পোস্ট অফিস মোড় এলাকার ফুটপাতের কাপড় ব্যবসায়ী আরিজুল ইসলাম। শনিবার বিকেলে তার দোকানে নিম্নআয়ের মানুষ কাপড় কিনতে ভিড় জমিয়েছেন। পছন্দের পোশাকটি কিনতে ব্যস্ত ক্রেতারা। সাধ্যের মধ্যে থেকেই বাজেট অনুযায়ী কাপড় কিনছেন তারা। শিশু-মহিলা-পুরুষ সবাই গরম কাপড় কেনার জন্য ব্যস্ত।
সাদিকুর রহমান নামের এক ক্রেতা জাগো নিউজকে বলেন, আমি পেশায় ভ্যানচালক। শোরুমে গিয়ে বাচ্চাদের জন্য শীতের পোশাক কেনার মত টাকা আমার নেই। সেজন্য সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ছেলে-সন্তান-স্ত্রী ও আমার জন্য গরম কাপড় কিনতে এসেছি। ৪-৫শ টাকার মধ্যেই সব কিনব।
এদিকে নারী ক্রেতা বিলকিস বলেন, মেয়ের জন্য একটি শীতের পোশাক কিনব। গরীব মানুষ কি করব বলুন। ফুটপাতের কম দামের পোশাকই আমাদের শেষ ভরসা।
দোকানদার আরিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনার হারও বেড়েছে। নিম্নআয়ের মানুষরা তাদের পোশাক কিনে নিয়ে যায় এখান থেকে। প্রতিদিন ৪-৫ হাজার টাকার কেনা বেচা হচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের আবহাওয়া সহকারী মল্লিক শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, আজ সাতক্ষীরার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এমনটা আশা করা হচ্ছে।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি