মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি নিশান জিপসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
মুন্সীগঞ্জ র্যাব-১১ এর সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টার দিকে বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাওয়াগামী একটি নিশান জিপ থেকে ২০ কেজি গাঁজা ও ৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
এ সময় ওই জিপ থেকে মাদক ব্যবসায়ী জলিলুর রহমান দুলালকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী দুলাল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মৃত. সিরাজুল ইসলামের ছেলে।
ওই নিশান জিপে মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় গাঁজা ও হুইস্কি প্লাস্টিকের বস্তায় ও কাগজের কার্টনের সাহায্যে বহন করে নিয়ে যাচ্ছিল।
উদ্ধার গাঁজা ও হুইস্কির আনুমানিক মূল্য দুই লাখ ৬০ হাজার টাকা। ওই আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান র্যাব-১১ এর সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস