দুর্নীতি, অনিয়ম এবং ব্যাংকের পরিচালকদের দ্বারা তহবিল তসরুপের দায়ে বেসিক ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ করার একদিন পরেই কৃষি ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন মজিদকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয় সরকার।রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে। এর আগে শনিবার বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর পদত্যাগ করেন।এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, সরকার আগামিকাল (রোববার) বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেবে।অর্থমন্ত্রী আরও বলেন, বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ ছাড়াও সরকার ব্যাংকের পরিচালনা পর্ষদেরও পরিবর্তন আনা হবে।প্রসঙ্গত, গত ২৯ মে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে অর্থমন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। গত ২৫ মে অনিয়মের অভিযোগে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে অপসারণ করা হয়।