দেশজুড়ে

মাগুরায় যুবকের মরদেহ উদ্ধার

মাগুরা শহরের নতুন বাজার এলাকায় শনিবার সকালে ৬ তলা ভবন থেকে ফেলে দিয়ে গোবিন্দ ভট্টাচার্য (৩৫) নামে ভারতীয় এক নাগরিককে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জনি নামে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ উপর থেকে কিছু পড়ার শব্দ শুনে ৬তলা ওই ভবনের নিচে আসলে ক্ষতবিক্ষত মরদেহটি দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরাফাত হোসেন/এফএ/এমএস