নোয়াখালীর চৌমুহনী বিসিক শিল্প নগরী এলাকায় গ্লোব ফার্মাসিটিক্যালসের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব ড্রাগসে তরল মিথাইল রাসায়নিক পদার্থের ট্যাংক বিস্ফোরিত হয়ে নুরুল আমিন রনি (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাত শ্রমিতক আহত হয়েছেন। সোমবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- আবুল খায়ের, নাছির, প্রদীপ, আবু জাহের, সুমন চন্দ্র শীল, বাবুল ও মাসুদ। আহতদের নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, গ্লোব ড্রাগসের একটি কক্ষে রাতে তরল মিথাইল রাসায়নিক পদার্থ গরম করার সময় তা বিস্ফোরিত হয়। তাদের ধারণা নির্দিষ্ট সময়ের মধ্যে মিথাইল রাসায়নিক ক্যামিকেল গরম করার নিয়ম থাকলেও দায়িত্বরত শ্রমিকরা অতিরিক্ত সময় নেয় এবং পরবর্তীতে তা ঠান্ডা করার সময় বিস্ফোরিত হয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এতে বিষাক্ত গ্যাসের গন্ধে আট শ্রমিক জ্ঞান হারায়।
খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস ও মাইজদী ফায়ার সার্ভিস দল সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরবর্তীতে হাসপাতালে নুরুল আমিন নামে এক শ্রমিক মারা যান।
মিজানুর রহমান/এফএ/জেআইএম