পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ভাঙচুর চালিয়ে বিএনপির আটক নেতা-কর্মীদের ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মামলায় চার্জশিট না দেয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।
Advertisement
একই ঘটনায় শাহবাগ ও রমনা থানায় করা পুলিশের তিন মামলায় সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতার বা হয়রানি না করতেও নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ থেকে এই আদেশ দেয়া হয়েছে বলে গণমাধ্যমের কর্মীদের জানান আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান ও সানজিত সিদ্দিকী।
ভাইস চেয়ারম্যান ও সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
Advertisement
অন্যদিকে বিএনপির যুগ্মমহাসচিব ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দীন খোকনের বিষয়ে আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
আদালতে আজ জয়নুল অবেদীনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল ও এম আতিকুর রহমান।
তাদের সঙ্গে ছিলেন- মো. আসাদুজ্জামান ও আইনজীবী সমিতির আওয়ামীপন্থী সহ-সভাপতি মো. ওয়াজি উল্লাহ, অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন, মো. গোলাম আকতার জাকির ও ব্যারিস্টার ফাইয়াজ জিবরান। খোকনের পক্ষে শুনানিতে মওদুদ আহমদ ছাড়াও আইনজীবী ছিলেন সাকিব মাহবুব ও সানজিত সিদ্দিকী।
জিয়া চ্যারেটেবল ট্রাস্ট মামলার শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিচারিক আদালত থেকে ফেরার সময় গত ৩০ জানুয়ারি হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে প্রিজন ভ্যান থেকে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেয়। তারা পুলিশের গাড়ি ভাঙচুরও করে। এসব ঘটনায় শাহবাগ ও রমনা থানায় পুলিশ তিনটি মামলা করে। জায়নাল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন এবং কায়সার কামালের এই তিন মামলাতেই আসামি।
Advertisement
আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীনের আইনজীবী এম আতিকুর রহমান সাংবাদিকদের বলেন,পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীনকে আদালত আগাম জামিন দিয়েছেন।
এ আইনজীবী জানান, একই মামলায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালকেও আগাম দিয়েছেন একই আদালত।
এদিকে সমিতির সম্পাদক মাহবুব উদ্দীন খোকনের আইনজীবী সানজিত সিদ্দিকী সাংবাদিকদেরকে বলেন, যে ঘটনায় মাহবুব উদ্দিন খোকনের নামে মামলা হয়েছে, তার চারদিন আগে থেকেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। ফলে দেশে ফেরার সময় বা পরে তাকে যেন পুলিশ গ্রেফতার বা হয়রানি না করে সে নির্দেশনা চেয়ে আজ তার সহধর্মিনী আখতারুন্নেছা আতিয়ার রিট আবেদন করেন। সে রিটের শুনানি নিয়েই আদালত রুল জারিসহ নির্দেশনা দিয়েছেন। দেশে ফেরার পর মাহবুব উদ্দীন খোকনকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বিবাদীদের। একইসঙ্গে তিনি যেন জামিন আবেদন করতে পারেন সে জন্য তাকে গ্রেফতার বা হয়রানি না করতেও নির্দেশনা দেয়া হয়েছে।
আদালতের এ আদেশ একমাস বলবৎ থাকবে। একমাস পর এ আদেশের কার্যকারিতা থাকবে না। ফলে মাহবুব উদ্দিন খোকনকে এই এক মাসের মধ্যে জামিন আবেদন করতে হবে। আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার মাহবুব উদ্দিন খোকনের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান এই আইনজীবী।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র সচিব, পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার, রমনা, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১১ বিবাদীকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এফএইচ/এনএফ/জেআইএম/আইআই