দেশজুড়ে

সাতক্ষীরা বাস টার্মিনালে ফের হামলা ভাঙচুর

আবারও সাতক্ষীরা বাস টার্মিনালে হামলা করে মারপিট ও অফিস ভাঙচুর করেছে একদল শ্রমিক। এ সময় তারা বাস মালিক সমিতির এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন জাগো নিউজকে জানান, একদল শ্রমিক কোনো কারণ ছাড়াই বাস টার্মিনালের একটি কক্ষ ভাঙচুর করে। তারা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের কক্ষও ভাঙচুর করে। এ সময় শ্রমিকরা বাস মালিক সমিতির কর্মকর্তা জেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আসাদুল হককে তার কক্ষে অবরুদ্ধ করে ফেলে। তারা তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এতে দুই পক্ষে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে এসআই হারুন আরও জানান, শ্রমিকদের হামলায় জিয়া নামের একজন শ্রমিক আহত হয়েছেন। তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার বাস টার্মিনালে একইভাবে হামলা করে সাবেক সভাপতি সাইফুল করিম সাবু বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শেখ জামাল উদ্দিনকে মারপিট করে। এর প্রতিবাদে জেলার সব রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম