দেশজুড়ে

এ্যানীর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর এ্যানীর লক্ষ্মীপুরের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে স্থানীয় দুই সাংবাদিককে পিটিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয় তারা।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে আনন্দ মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ্যানীর বশির ভিলার দরজা, একটি টিনসেট ঘর ভাঙচুর ও আশপাশে ঝুলানো বেশ কিছু ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। হামলার সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী বাড়ির ভেতরে অবস্থান করছিলেন। এ সময় তাদের ধাওয়া করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর লক্ষ্মীপুরে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের উত্তর তেমুহনি থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তেজিত কিছু নেতাকর্মী এ্যানীর বাড়িতে হামলা চালায়।

এ সময় ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল ও রুবেল হোসেনকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়।

আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রায়ের প্রতিবাদে এ্যানী চৌধুরীর বাড়ি থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গোডাউন রোড পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া করে।

এ বিষয়ে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে হামলা চালানো হয়। পরে আমার বাড়িতে ভাঙচুর করা হয়।

লক্ষ্মীপুর মডেল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, আনন্দ মিছিল থেকে এ্যানীর বাড়িতে হামলার চেষ্টা করা হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

কাজল কায়েস/এএম/জেআইএম