নওগাঁ সদর উপজেলার খলশাকুড়ি এলাকার খেলার মাঠ থেকে জুয়েল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। জুয়েল গ্রামের তাহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে জুয়েল বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজ করে পায়নি। সকালে বাড়ির পাশে ফাঁকা মাঠের মধ্যে জুয়েলের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধুলা-বালু লেগে আছে। বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/এএম/এমএস