আগামী জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন চান আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা কামাল। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার কথা জানান তিনি।
বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা কামাল ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মতবিনিময় সভায় কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে আদর্শ ও নিষ্ঠাবান নেতৃত্বের অভাবে বাঞ্ছারামপুর উপজেলা পিছিয়ে পড়ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই আসনের বর্তমান সাংসদ এ বি তাজুল ইসলাম মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে বিদেশি বন্ধুদের দেয়া সম্মাননা ক্রেস্টে সোনা কেলেঙ্কারির কারণে বিতর্কিত হয়েছিলেন। এছাড়াও তার ভাগ্নে স্থানীয় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনির ক্ষমতার অপব্যবহারের কথাও উল্লেখ করেন কামাল।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এমএএস/আরআইপি