ভারতের ত্রিপুরা রাজ্যসভার নির্বাচন উপলক্ষে দুই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।
ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে শনিবার ও রোববার সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকার কথা জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
তিনি জাগো নিউজকে জানান, আগামী রোববার (১৮ ফেব্রুয়ারি) ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সেখানকার ব্যবসায়ীরা শনিবার ও রোববার পণ্য আমদানি বন্ধ রাখারার কথা জানিয়েছে আমাদেরকে। এর ফলে এ দু'দিন বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে সোমবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসই) আতিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ত্রিপুরার নির্বাচন উপলক্ষে যাত্রী পারাপার বন্ধ রাখার কোনো নির্দেশনা এখন পর্যন্ত আমরা পাইনি। তাই যাত্রী পারাবার কার্যক্রম স্বাভাবিকই থাকবে।
উলেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।
আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর