দেশজুড়ে

মুক্তিপণ দিয়েই ছাড়াতে হলো ৩ জেলেকে

অবশেষে অপহৃত তিন জেলেকে দাবিকৃত ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের উদ্ধার করা হয়।

অপহৃত তিন জেলে হলেন, আনোয়ার মাঝি, আবু তাহের ও তানজিন। তিন জনের বাড়ি হাতিয়ার বন্দরটিলার সিডিএসপি বাজার এলাকায়।

এর আগে শুক্রবার ভোরে হাতিয়ার উপজেলার মেঘনা নদীর দমারচরে মাছ ধরার সময় ট্রলারে হামলা চালিয়ে তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। এসময় ট্রলারে থাকা মাছসহ বিভিন্ন জিনিস লুট করেছে তারা।

হাতিয়া বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদ জানান, মেঘনা নদীর নিঝুম দ্বীপের দক্ষিণে দমারচরে শুক্রবার ভোরে মাছ ধরার সময় মেহেরাজ মেম্বারের একটি মাছ ধরার ট্রলারে জলদুস্যু ইসমাইল, সোহেল ও মোশারেফ বাহিনীর সদস্যরা হামলা করে। এসময় ট্রলারে থাকা ১৬ থেকে ১৭ জন মাঝি মাল্লাদের ধারালো অস্ত্র দিয়ে আহত করে ট্রলারে থাকা সব কিছু লুটের পর মাঝিসহ তিন জনকে অপহরণ করে নিয়ে যায়।

পরে স্থানীয়রা ট্রলারসহ আহত মাঝিদের নিঝুমদ্বীপের চারা এলাকা থেকে উদ্ধার করে। এদিকে বোট মালিক সমিতির পক্ষ থেকে অপহৃত তিন জেলেকে উদ্ধারের চেষ্টা করলে জলদস্যু বাহিনী ৫০ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জানাতে নিষেধ করে। অপহৃত জেলের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে বিকেল সাড়ে চারটার দিকে মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করে আনা হয়।

তিনি আরও জানান, ১৪ ফেব্রুয়ারি রাতেও হাতিয়ার সূর্যমুখি খাল থেকে অপহৃত বেশ কয়েকজন জেলেকে মুক্তিপণ দিয়ে মুক্ত করে আনা হয়।

মিজানুর রহমান/এমএএস/আইআই