রাজধানীর বনানী ও ধানমন্ডি এলাকায় যে সকল প্লট, ভবন, ফ্ল্যাটে অননুমোদিত ও অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে পাশাপাশি ফুটপাতে অবৈধ র্যাম্প নির্মিত হয়েছে সে সকল অননুমোদিত স্থাপনা ব্যবহার বন্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রোববার বনানীতে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আদিলুজ্জামান এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানে ব্লক-জি এর দুই নং রোডের হোল্ডিং নং-১১ এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার কমন স্পেস (আবশ্যিক উন্মুক্ত স্থান) শো-রুম এর কাজে ব্যবহার করায় ‘আড়ং’ কে দুই লাখ টাকা জরিমানা করে মালামাল সরিয়ে কমন স্পেস উন্মুক্ত করা হয়। একই ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার লিফট এর সামনের কমন স্পেস এর জায়গা অফিস হিসেবে ব্যবহার করায় ‘ইউনিক বিজনেস সল্যুশন’ নামক একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মালামাল সরিয়ে কমন স্পেস উন্মুক্ত করা হয়।
ব্লক-ডি এর হোল্ডিং নং-৭৬ এর সেট-ব্যাক ( ভবনের চারদিকের আবশ্যিক উন্মুক্ত স্থান) এলাকায় অবৈধভাবে নির্মিত আটটি কাপড়ের দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া হোল্ডিং নং-৭০ এর সেট-ব্যাক এলাকায় অবৈধভাবে নির্মিত একটি ফাস্ট ফুড ও একটি কাপড়ের দোকান উচ্ছেদ করা হয়।
অন্যদিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অঞ্চল-৫ (ধানমন্ডি, লালবাগ) এর অথরাইজড অফিসার আশীষ কুমার সাহার নেতৃত্বে গঠিত টাস্কফোরস ধানমন্ডিতে অভিযান চালায়। অভিযানে ধানমন্ডির ১৬ নং রোডের (পুরাতন ২৭) দুইটি আবাসিক ভবনে অবৈধভাবে পরিচালিত দুইটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
উচ্ছেদ কার্যক্রমে রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেন, জোন-৫ (ধানমন্ডি , লালবাগ) এর পরিচালক শাহ আলম চৌধুরী, এস্টেট পরিদর্শক মুকিত-উল-হাফিজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস/এমবিআর/আরআইপি