নওগাঁর রাণীনগরে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা চার যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী রাণীনগর স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর সাপাহার থানার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল ইসলাম (৩০), দিনাজপুরের চিরিরবন্দর থানার বড় হাশিমপুর ডাক্তার পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (১৯), পার্বতীপুর থানার চৈতাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (২২) এবং পঞ্চগড়রের বোদা থানার তিতোপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আপেল মাহমুদ (২৬)।
সান্তাহার জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, নিহতরা সবাই ঢাকার পোশাক কারাখানার শ্রমিক। আগামী তিন দিন ছুটি থাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান ট্রেনের ছাদে চড়ে তারা গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত ৩টার দিকে ট্রেনটি নওগাঁর রাণীননগর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা চার যাত্রী ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
তিনি আরও জানান, বুধবার সকাল ৮টার দিকে সংবাদ পেয়ে নিহতের উদ্ধার করে সান্তাহার জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আব্বাস আলী/আরএআর/পিআর