দেশজুড়ে

নওগাঁয় জামায়াতের সেক্রেটারিসহ আটক ১২

নওগাঁর মহাদেবপুর থেকে জেলা জামায়াতের সেক্রেটারি মহির উদ্দিনসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার স্কুলপাড়া থেকে তাদের আটক করা হয়।

মহির উদ্দিন নওগাঁ শহরের চকদেবপাড়া মহল্লার নজিম উদ্দিনের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরকিল্পনা করছিল- এমন সংবাদে উপজেলার স্কুল পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি মহির উদ্দিনসহ ১২ নেতাকর্মীকে আটক করা হয়। অভিযানকালে অনেকে পালিয়ে যান। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার জেল হাজতে পাঠানো হবে।

আব্বাস আলী/আরএআর/জেআইএম