ঝিনাইদহে বাসের চাপায় জুলফিকার আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শাকিল আহমেদ নামের আরোও এক কারারক্ষী। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের জেলখানা রোডে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দীলিপ কুমার সরকার জানান, সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলযোগে জেলখানায় ফেরার পথে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তারা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জুলফিকার আলীকে মৃত ঘোষণা করেন। অপর কারারক্ষীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত জুলফিকারের বাড়ি যশোর জেলার মনিরামপুরে ও আহতের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া থানায়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম