আমি ভোট দিয়েছি, আপনিও ভোট দিন এ আহ্বানে ‘জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ দাবিকে সামনে রেখে ‘জাতিসংঘে বাংলা চাই’ স্লোগানের মধ্য দিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে শুরু হয়েছে অনলাইন ভোটিং ক্যাম্পেইন।
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।
এর আগে জনপ্রতিনিধি ও শিক্ষক-সাংবাদিকসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার হয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
পরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহেদ হাসান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো. নুরুল আযম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জাগো নিউজের খাগড়াছড়ি প্রতিনিধি মুজিবুর রহমান ভূঁইয়া।
ভাষা আন্দোলনকে ভিত্তি করেই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা বলেন, এমন আয়োজনের জন্য দেশের প্রতিটি মানুষ জাগো নিউজকে মনে রাখবে। এ উদ্যোগের মাধ্যমে জাগো নিউজ স্মরণীয় হয়ে থাকবে বাঙালির হৃদয়ে।
বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠায় অনলাইন ভোটিং ক্যাম্পেইনে অংশগ্রহণ সময়ের দাবি উল্লেখ করে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহেদ হাসান বলেন, সারাবিশ্বে ৪৩ হাজার ভাষা রয়েছে। আর প্রতিদিন একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। কাজেই আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হবে।
সংবাদ প্রচারের পাশাপাশি ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে জাগো নিউজের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে উল্লেখ করে সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য বলেন, রক্তে কেনা বাংলা ভাষা জাতিসংঘে প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. নজরুল ইসলাম মজুমদার, খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ চৌধরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য্য, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েমনের সাধারন সম্পাদক সৈকত দেওয়ান, আরটিভির স্টাফ রিপোর্টার শাহরিয়ার ইউনুছ, ৭১ টিভির জেলা প্রতিনিধি রূপায়ন তালুকদার প্রমুখ।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস