ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার ভোর ৩টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুলাল ওই গ্রামের মনসুর আলীর ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন খান বসু ও মুসলিম মিয়ার সমর্থকদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর শনিবার ভোর ৩টার দিকে মুসলিম মিয়ার সমর্থক দুলাল নিজ বাড়িতে যাওয়ার পথে জসিম উদ্দিনের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করে।
মুসলিম মিয়ার চাচাতো ভাই শরীফ উদ্দিন জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে আমি ও দুলাল গ্রামের বাইরে ছিলাম। রাত ৯টার পরে গ্রামে মারামারি হয়েছে শুনে দুলালকে নিয়ে বাড়ি যাই। দুলালের বাড়ি আমাদের প্রতিপক্ষের বাড়ির উপর দিয়ে যেতে হয়। রাত ৩টার দিকে দুলাল বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস