দেশজুড়ে

নওগাঁয় যুবককে উল্টো ঝুলিয়ে পেটানোর ভিডিও ভাইরাল

চুরির অপবাদ দিয়ে নওগাঁর পত্নীতলায় এক যুবককে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিওটি আদনান রহমান নামে এক ব্যাক্তির ফেসবুক আইডিতে সন্ধ্যা ৭টার দিকে প্রকাশ (আপলোড) করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত তাদের খুঁজে পায়নি।

গত শুক্রবার ছিল উপজেলার মধইল হাটের দিন। সেখানে ওই যুবক একজনের পকেট মারে। এরপর সেখানে তাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে তাকে কয়েকজন মিলে আটক করে আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে এ অমানবিক নির্যাতন চালায়।

আদনান রহমান তার ভিডিওতে ক্যাপশন লিখেছেন- ‘নওগাঁ জেলার পত্মীতলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে এভাবেই বেধড়ক পেটানো হয় পকেটমারকে। আইনের হাতে তুল না দিয়ে এভাবে পেটানো কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না।’

আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় ইউনিয়ন পরিষদ বন্ধ থাকে। তাই বিষয়টি জানতে পারিনি। ভিডিওর বিষয়টি শুনেছি।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহার হোসেন বলেন, ভিডিওটি দেখে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি। ভুক্তভোগীকে খুঁজে পাচ্ছি না এবং তার কোনো ঠিকানাও পাচ্ছি না। যে আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে সেই নামে ২০-২৫টি আইটি আছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্বাস আলী/এফএ/এমএস