নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আনিসুর রহমান (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার বেলা ২টার দিকে উপজেলার সাতইল বিল থেকে তার মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত আনসিুর রহমান সাতইল গ্রামের ফরজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যার পর আনিসুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রোববার সকালে এলাকাবাসী বিলের একটি গর্তে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন ও পুলিশে খবর দেয়।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৈকত হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।
রেজাউল করিম রেজা/এএম/আরআইপি