নাটোরের দিঘাপতিয়ার উত্তরা গণভবনের পেছনের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতারকৃত চার জঙ্গি সদস্যকে দ্বিতীয় দফায় ২ দিন করে পুলিশি রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার বিকেলে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করে অধিকতর তদন্তের স্বার্থে আরও ৫ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
এ সময় আদালতের বিচারক শুনানি শেষে ওই চারজনের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ওই ৪ জঙ্গি সদস্যকে তাদের হেফাজতে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু সাদাদ জানান, চার জঙ্গি সদস্যকে ৫ দিনের রিমান্ড শেষে রোববার বিকেলে আদালতে হাজির করে অধিকতর তদন্তের স্বার্থে আরও ৫ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালতের বিচারক রবিউল ইসলাম তাদের প্রত্যেককে আরও দুই দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ রিমান্ড প্রাপ্তদের পুনরায় তাদের হেফাজতে নেয়।
উল্লেখ্য, গত ১৪ মার্চ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনের পেছনের একটি জঙ্গি আস্তানা থেকে গোপন বৈঠক করার সময় ৪ জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়।
এ সময় জঙ্গি আস্তানা থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট মডেম, তিনটি ছোরা, বেশ কিছু জেহাদি বই উদ্ধার করা হয়।
রেজাউল করিম রেজা/এএম/জেআইএম