দেশজুড়ে

নাটোরে ছুরিকাঘাতে যুবক নিহত

নাটোর শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইমরান আলী নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে কানাইখালী ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান আলী (২২) শহরের কানাইখালী এলাকার মৃত খোরশেদ মোল্লার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত আটটার দিকে কানাইখালী ব্র্যাক ব্যাংকের সামনে একদল সন্ত্রাসী ইমরানের ওপর হামলা চালায়। এ সময় তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ইমরান গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল কালাম বলেন, আঘাতজনিত কারণে ও অতিরিক্ত রক্তক্ষরণে ইমরানের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নাটোর থানা পুলিশের ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি