সাতক্ষীরার তালায় এজাহার আলী মারফতি ফকিরের ৪ দিনব্যাপী ৮৬তম সাধু সম্মেলন শুরু হয়েছে। রোববার বেলা ৪টায় তালার শিবপুরস্থ প্রয়াত সাধক এজাহার আলী মারফতি ফকিরের নিজস্ব বাসভবনে সাধু সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাধকপুত্র ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে সাধু সম্মেলনের উদ্বোধন করেন প্রথান অতিথি জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ও জাপা চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ দিদার বখত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. মশিউর রহমান, জাপা নেতা আব্দুল জলিল, অ্যাডভোকেট কবির আহম্মেদ, সমাজ সেবক শেখ আব্দুল হাকিম, সাধকদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মতলেব সায়জী, জাপা নেতা হাবিবুর রহমান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাধক সাবেক ইউপি সদস্য বুধো খাঁ, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন আইয়ুব অালী খাঁ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ সাধু ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ সাধু সম্মেলনের সমাপ্ত হবে।
আকরাম/এমএএস/আরআইপি