দেশজুড়ে

নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল সয়াবিন ক্ষেতে

লক্ষ্মীপুরের কমলনগরে শরীফ হোসেন (১২) নামে নিখোঁজ আরও এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে চার দিনের ব্যবধানে একই গ্রাম থেকে দুই নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চরফলকন আইয়ুব নগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে শরীফ নিখোঁজ হয়।

রোববার (১ এপ্রিল) কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শরীফ চরফলকন গ্রামের ওমর ফারুক পলোয়ানের ছেলে। সে মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

নিহত শরীফের বাবা জানান, শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় আইয়ুব নগর এলাকায় মাছের খামারে পাহারা দেয়ার জন্য শরীফ ওই খামারে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সয়াবিন ক্ষেতে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

কমলনগর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে স্কুলছাত্র শরীফের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সোমবার (২ এপ্রিল) সকালে হাজিরহাট বাজারে ফলকন তালপট্টি এলাকার একটি দোকানঘরের টিনের চালা থেকে সান্তাল ইসলাম শুভর (১৪) মরদেহ উদ্ধার করা হয়।

কাজল কায়েস/এএম/জেআইএম