লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। রোববার বিকেলে উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মজিবুল হকের বাড়ির সামনে উঠান বৈঠকে এ যোগদান করা হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান। তার হাতে ফুল তুলে দেন নতুন যোগ দেয়া নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, করপাড়া ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি মো. নুরুজ্জামান, হারুনুর রশিদ, জীবন চক্রবর্তী, যুবদলের সভাপতি এছহাক মিয়া, জামায়াতের রোকন রহমত উল্যাহর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সহিদ উল্যাহ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বাচ্চু, সুরাইয়া আক্তার শিউলী ও মজিবুল হক প্রমুখ।
কাজল কায়েস/এএম/জেআইএম