কোটা সংস্কারের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা সড়ক ও ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে।
বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর ও বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
এ সময় শিক্ষার্থীরা দাবি তোলেন, কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০% নিয়ে আসতে হবে, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেয়া যাবে না, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না, চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা করতে হবে এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোকে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার আহ্বান জানান। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দালনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে দুমকী থানা পুলিশের ওসি দিবাকর দাস বলেন, শিক্ষার্থীরা বরিশাল-বাউফল সড়কে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করেছে। বর্তমানে পরিবেশ শান্ত আছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস