পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য রফিক হাওলাদার প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে নওমালা ভাঙ্গারা ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজাদা হালাদার ও ইউপি সদস্য রফিক হাওলাদার তাদের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় সাবেক চেয়ারম্যান কামাল বিশ্বাসের অনুসারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনার পর ইউপি সদস্য রফিক হাওলাদার তার বাড়ি চলে যান। বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আকতার উজ্জামান বলেন, নিহত রফিক হাওলাদারের পিঠে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ঘটনাটি তদন্ত চলছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম