পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন হয়ে ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে পরীক্ষামূলক বাস চলাচল (ট্রায়াল রান) শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরের পর দুইটি আধুনিক যাত্রীবাহী বাসে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূইয়ার নেতৃত্বে ত্রিদেশীয় উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পঞ্চগড়ে পৌঁছান।
স্থানীয় সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহাম্মেদ, পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তাসহ প্রশাসনের কর্মকর্তারা তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
প্রায় ১ হাজার ১০৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কপথে মঙ্গলবার সকালে ঢাকার কল্যাণপুর থেকে নেপালের উদ্দেশ্যে বাস দুইটি ছেড়ে আসে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সার্কিট হাউসে দুপুরের খাওয়া শেষে বিকেলে তারা তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন। রাতে ভারতের শিলিগুড়িতে রাত্রীযাপন শেষে বুধবার তারা নেপালের কাঠমুন্ডুর উদ্দেশ্যে রওয়ানা করবেন এবং ২৬ এপ্রিল বৃহস্পতিবার বাস দুইটি কাঠমান্ডু পৌঁছাবে।
বাস দুটিতে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূইয়ার নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিব, ভারত ও নেপালের প্রতিনিধি, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধিসহ ৪০ জন প্রতিনিধি ছিলেন।
তারা বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্টের (বিবিআইএন এমভিএ) আওতায় সড়ক যোগাযোগ ও যাতায়াতের সম্ভাবতা যাচাই শেষে মতমত প্রদান করবেন।
প্রতিনিধি দলের প্রধান ও বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ভূইয়া বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতার উন্নয়নে ২০১৫ সালে ভুটানের থিম্পুতে চারদেশের মন্ত্রীপর্যায়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্টের (বিবিআইএন এমভিএ) আওতায় সড়ক যোগাযোগের পাশাপাশি কার্গো পরিবহন হবে।
চতুর্দেশীয় সড়ক যোগাযোগের এই সম্ভাবতা (ট্রায়াল রান) যাচাই করতে ৪০ জনের একটি প্রতিনিধি দল নিয়ে সড়ক পথে আমরা ঢাকা থেকে নেপালের কাঠমান্ডু রওয়ানা করেছি। এই ট্রায়াল রান শেষে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রতিবেদন প্রদান করা হবে।
এরপর আবারও চার দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে সাংবিধানিক কারণে ভুটান এই ট্রায়াল রানে অংশ নিতে পারেনি। তবে শিগগির তারাও এ নিয়ে উদ্যোগ গ্রহণ করবে।
সফিকুল আলম/এএম/পিআর