দেশজুড়ে

লামায় রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু, তিনজন আটক

বান্দরবানের লামায় পাথর চাপা পড়ে মো. আজম নামে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, কক্সবাজারের উখিয়ার মধুছড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা আবদুল হামিদের ছেলে জাহেদুল ইসলাম (২২), অজিউল্ল্যাহর ছেলে মো. নূর (১৮) ও হাফিজুর রহমানের ছেলে মো. মোহসেন আলী (৩৫)।

মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা তরুণের ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মো. আজমসহ বেশ কয়েকজন ইউনিয়নের ডলুঝিরি এলাকার কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলনে শ্রমিকের কাজ করছিলেন। বিকেল ৫টার দিকে পাথর উত্তোলন করতে গেলে পাথর চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার ইউনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক আজমকে মৃত ঘোষণা করেন।

কিন্তু কোয়ারীর মালিক লাশটি রোহিঙ্গা ক্যাম্পে থাকা তার স্বজনের কাছে হস্তান্তর না করে ফাইতং-লামা রোড দিয়ে দুর্গম ডলুঝিরিতে নিয়ে যাচ্ছিলেন। পথে ফাইতং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক মো. হানিফের সন্দেহ হলে তিনি লাশের বিষয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিন শ্রমিকসহ লাশটি আটক করে লামা থানায় নিয়ে আসেন।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পাথর চাপা পড়ে নিহত আজমের লাশের ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

সৈকত দাশ/এমএএস/জেআইএম