কুরআন নাজিলের মাস রমজান। এ মাস আসার আগেই সবার উচিত পবিত্র কুরআনুল কারিমের পড়া শিখে নেয়া। পড়ার চর্চা বাড়িয়ে দেয়া। যারা কুরআন তেলাওয়াত জানেন কিন্তু তেলাওয়াতে দীর্ঘ দিন চর্চা নেই; তাদের জন্য রমজানের আগে ১০ দিনব্যাপী এ তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স সুবর্ণ সুযোগ।
মারকাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ঢাকার দক্ষিণ মুগদা জামিয়া ইসলামিয়া তা’লীমুস সুন্নাহ মাদরাসায় ১০ দিনব্যাপী মাশকের মাধ্যমে কুরআন তেলাওয়াত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আগামী ৪ মে থেকে ১৩ মে পর্যন্ত আবাসিক-অনাবাসিক ব্যবস্থায় এ প্রশিক্ষণ চলবে। এ তেলাওয়াত ঠিক করার কোর্সে প্রশিক্ষণ দেবেন হুজ্জাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ শায়েখ আব্দুল হক, হাফেজ কারি নেছার আহমদ আন-নাছিরি, হাফেজ কারি জসিম উদ্দিন, মুফতি আবু তাহের সিদ্দিকি, হাফেজ কারি শেখ ফরিদ বি মোস্তফা ও মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি।
প্রশিক্ষণ গ্রহণে সার্বিক যোগাযোগ করতে পারে এ নাম্বারে- ০১৭১৪-৩৬২৩৪৭, ০১৭৫০-২৭২৮৯৭, ০১৭৬-৪৪৭১৪১৬।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র কুরআনের তেলাওয়াত ঠিক করার জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ ও কারিদের মাশকের আয়োজনে অংশগ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/পিআর